Professor Md. Abu Taher Principal +8801748939639 ataher.mymen@gmail.com

বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে বিশ্বের যে কোন দূরবর্তী স্থানও এখন আমাদের অনেক নিকটবর্তী। ‘ICT’ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিশ্বকে রূপান্তরিত করেছে ‘গ্লোবাল ভিলেজ-এ।  এর মাধ্যমে মানুষের সামনে খুলে গেছে অপার সম্ভাবনার নতুন দিগন্ত। এ সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন ‘আইসিটির তথ্য প্রবাহের ধারায় সংযুক্ত। ময়মনসিংহের ঐতিহ্যাবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষার তীর্থকেন্দ্র মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ তার নিজস্ব একটি ওয়েব সাইট উন্মোচন করে সেই তথ্য প্রবাহের ধারায় নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করার গৌরব অর্জন করল।

 

ওয়েব সাইটটির মাধ্যমে কলেজের ইতিহাস, অবকাঠামো শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমসহ এর ব্যবস্থাপনা ও পরিকল্পনার সার্বিক চিত্র তুলে ধরা সম্ভব হবে। এছাড়া এই ওয়েবসাইট সরকারের বিভিন্ন দপ্তর এবং কলেজের শিক্ষক,  শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যাবতীয় যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের জানালা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি, ক্লাস, পরীক্ষা, ফরম ফিলাপ, পরীক্ষার ফলাফল ইত্যাদি ঘরে বসেই জানতে পারবে। এভাবে সংশ্লিষ্ট সকলের মধ্যে সেতু বন্ধন রচনা করে অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়তা করবে।

 

 

বর্তমান সরকারের ‘ভিশন-২০২১-এর অন্যতম লক্ষ্য হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠা করা। এজন্য প্রয়োজন আইসিটি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি। মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ এই ওয়েব সাইটটির মাধ্যমে তার সংশ্লিষ্ট সকলকে আইসিটি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। যা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পথে সহায়ক ভূমিকা পালন করবে। এভাবে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কার্যক্রমে অংশীদার হতে পেরে আমরা মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ পরিবার নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি।

 

Principal

Muminunnisa Government Mohila College

Mymensingh